বাউফলে করোনায় আক্রান্তদের স্থানান্তর করার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

বাউফলে করোনায় আক্রান্তদের স্থানান্তর করার দাবীতে  এলাকাবাসীর বিক্ষোভ

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল: :পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা করোনায় আক্রান্ত পাঁচজন রোগীকে স্থানান্তর করার জন্য বিক্ষোভ করছে এলাকাবাসী। আজ শনিবার বেলা সারে এগারোটা থেকে ঘন্টা ব্যাপী উপজেলার কালাইয়া ইদ্রিসমোল্লা ডিগ্রী কলেজ সড়ক ও লঞ্চঘাট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভ করে এলাকাবাসীরা সড়কের মাঝে গাছ, কাঠ ও বাশঁ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রাখেন। এলাকাবাসী জানিয়েছেন, গত সোমবার (২০ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্স করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। পরে পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেন। পড়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকার রোগ তত্ত্ব ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। গত শুক্রবার ( ২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাংবাদিকদের নিশ্চিত করেন ছয় জনের মধ্যে পাঁচ জনই করোনায় আক্রান্ত হয়। তাদেরকে ওই কলেজেই প্রাতিষ্ঠানিক আইসোলেশন রেখে চিকিৎসা চলবে। এমন সংবাদ প্রকাশের পড় আজ শনিবার এলাকাবাসী কারোনায় আক্রান্তদের স্থানান্তর করার জন্য বিক্ষোভ করছে। জাফর ইকবাল নামের এক স্থানীয় বলেন, এ ধরনের সংক্রামন ব্যাধি রোগীদের লোকালয়ে রেখে চিকিৎসা না করে হাসপাতালে চিকিৎসা করার দাবী জানান। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক কাজ করা হবে। উল্লেখ্য রিপোট লেখা পর্যন্ত বাউফল উপজেলায় ৬ জন রোগী কোরানা আক্রান্ত হয়েছে ।